লক্ষ্মীপুরে নতুন মুখ ফরিদুন্নাহার লাইলী

লক্ষ্মীপুর ৪ আসনে মনোনয়ন পেয়েছেন ফরিদুন্নাহার লাইলী
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এবার জেলায় নতুন মুখ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। লক্ষ্মীপুর–৪ আসন থেকে তিনি মনোনয়ন পেয়েছেন। এ আসনের সংসদ সদস্য বিকল্পধারার মেজর (অব.) আবদুল মান্নান।

আজ রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তিনি।

তালিকা অনুযায়ী লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য (উপনির্বাচনে নির্বাচিত) জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক দলীয় মনোনয়ন পেয়েছেন।

ফরিদুন্নাহার লাইলীর বাড়ি নোয়াখালী। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ফরিদুন্নাহার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি।’