সাতক্ষীরায় পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

সাতক্ষীরার আশাশুনিতে পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের নোয়াপাড়া ঢালরি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আরশাদ আলী সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) ও একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫)। আহত ব্যক্তিরা হলেন পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আসাদ আলী গাজীর ছেলে মিজানুর রহমান (৪৭), মুজিবুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৯) ও আবদুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবীর (৪৮)। তাঁরা সবাই পাইকগাছা থেকে সাতক্ষীরা হয়ে ঢাকায় যাচ্ছিলেন। পবিত্র ওমরা হজ পালন করতে সেখান থেকে সৌদি আরব যাওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, খুলনার পাইকগাছা থেকে একটি অটোরিকশায় করে পাঁচজন সাতক্ষীরা আসছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-আশাশুনি সড়কের আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের ঢালিপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মাছ বহনকারী পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আছিয়া খাতুন ও ফজিলা খাতুন ঘটনাস্থলে নিহত হন। অপর তিনজন আহত হন।

আহত হুমায়ন কবীর বলেন, তাঁরা পাঁচজন সাতক্ষীরা হয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে আজ সকাল ছয়টার দিকে পাইকগাছা থেকে বের হয়েছিলেন। শনিবার ঢাকা থেকে ওমরা হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়ার কথা ছিল।

আশাশুনি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার অধিকারী বলেন, অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।