বড়লেখায় চার রোহিঙ্গাসহ আটক ৫

আটক
প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে স্থানীয়রা তাঁদের পুলিশে সোপর্দ করেন। রোববার ভোরে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. সালমান (৩৫), বালুখালী ক্যাম্পের মো. রিয়াজ উদ্দিন (১৮), আব্দুর রাজ্জাক (২৩), ১৬ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরী ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা মো. রিয়াজ (২৩)। পরে চার রোহিঙ্গাকে পুলিশ পাহারায় কক্সবাজারের উখিয়া শরণার্থীশিবিরে পাঠানো হয়। আর আটক মো. রিয়াজকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা-বাগানের চৌমোহনা এলাকায় পাঁচজন এলোমেলোভাবে ঘোরাফেরা করছিলেন। তাঁদের আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশকে খবর দেয়। শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সেখানে গেলে তাঁদের কাছে আটক ব্যক্তিদের সোপর্দ করেন স্থানীয়রা।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া প্রথম আলোকে বলেন, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তাঁদের আটক করা হয়েছে। তাঁরা এ বিষয়টি স্বীকারও করেছেন।