অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ফেনী সীমান্তে দুই নারী গ্রেপ্তার
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার দুজন হলেন রোজিনা বেগম (৪২) ও সাকেরা বেগম (৪৩)। আজ সোমবার সকালে উপজেলার সত্যনগর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়। থানায় হস্তান্তরের পর পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, রোজিনা ঢাকার যাত্রাবাড়ী থানার উত্তর সায়েদাবাদ ওয়াসা কলোনির আবদুর রবের মেয়ে ও সাকেরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীঘর গ্রামের মোহন মিয়ার মেয়ে।
বিজিবির সঙ্গে কথা বলে জানা গেছে, পরশুরামের জয়ন্তীনগর বিওপির সত্যনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিক রোজিনা ও সাকেরাকে আটক করে বিজিবি। আটকের পর বিজিবির জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ভারতীয় এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে তাঁরা ভারত যাওয়ার চেষ্টা করছিলেন।
বিজিবি–৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ভারত যাওয়ার চেষ্টার সময় আটক বাংলাদেশি নাগরিক দুই নারীকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় দালাল দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর থানার সমেন্দ্রনগর গ্রামের কালা মিয়ার ছেলে মো. খালেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানানো হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, বিজিবির অভিযানে আটক বাংলাদেশি দুই নারীর বিরুদ্ধে বিনা পাসপোর্টে বিদেশে গমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।