ব্যবসায়ীকে কুপিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের শ্রীপুরে কুপিয়ে জখম করে এক ব্যবসায়ীর ১২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের খনকারবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. সালমান শাহ (৩৫)।

সালমান শাহ গাজীপুর সদর উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা। শ্রীপুরের মাওনা ইউনিয়নের বহেরারচালা গ্রামে মিতালী ফ্যাশন কারখানার সামনে একটি দোকান আছে তাঁর। সেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি তিনি বিকাশ, নগদসহ বিভিন্ন ব্যবসা করেন।

সালমান শাহ প্রথম আলোকে বলেন, তিনি মোবাইলে লেনদেনসহ ব্যবসার ১২ লাখ টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। বেলতলী গ্রামের খনকারবাড়ি মোড় এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি দল তাঁর পথ রোধ করে। মোটরসাইকেল থামাতেই তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করে তারা। দা দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে হামলাকারীরা টাকা ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন চলে এলে হামলাকারীরা তাঁর মোটরসাইকেল ও টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সালমান শাহ। তাঁর দুই পায়ের হাঁটুর নিচে জখম হয়েছে। সালমান দাবি করেন, টাকা ছিনিয়ে নেওয়া ১০-১২ জনের দলের অনেককেই তিনি চিনতে পেরেছেন। তাঁদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করবেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।