লাশ
প্রতীকী ছবি

ঢাকার অদূরে সাভারে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

ওই অটোরিকশাচালকের নাম নাছির হোসেন (৩৫)। তিনি সাভারের হেমায়েতপুর পূর্বহাটি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। তিনি বাগেরহাটের আইয়ুব আলীর ছেলে।

নিহত ব্যক্তির স্ত্রী লাভলী বেগম বলেন, গতকাল সোমবার রাতে নাছির হোসেন অটোরিকশা নিয়ে বের হন। অনেক রাত হলেও বাসায় না ফেরায় নাছিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিকবার কল দেওয়া হলেও নাছির ফোন ধরেননি। আজ ভোরে পুলিশ তাঁকে কল করে স্বামীর মৃত্যুর খবর জানায়।

হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ির পুলিশ জানায়, আজ ভোরে ঝাউচর এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। পরে নিহত ব্যক্তির পরনে থাকা প্যান্টের পকেটে পাওয়া মুঠোফোন থেকে তাঁর স্ত্রীকে বিষয়টি জানানো হয়।

হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক মো. জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ওই রিকশাচালককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়েছে। পরে তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।