নওগাঁয় স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আদালত
প্রতীকী ছবি

নওগাঁ সদর উপজেলার আতিথা সাকিন এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ফরিদুল রেজা (৫২)। তিনি সদর উপজেলার আতিথা সাকিন গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ এপ্রিল দিবাগত রাত তিনটার দিকে ফরিদুল তাঁর স্ত্রী শামীমা আক্তারকে মেয়ে দীপার সামনে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় শামীমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুলকে আসামি করে হত্যা মামলা করেন। আজ রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আবদুল্লাহেল বাকী। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সিরাজুল ইসলাম ও অমরেন্দ্রনাথ ঘোষ।