আমাকে হত্যার উদ্দেশ্যে এ সমাবেশ: সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী

নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিনের কর্মী-সমর্থকদের দেখে বক্তব্য দেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরেছবি: প্রথম আলো

নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষের লোকসমাগম দেখে রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ। এতে ইউএনও ইনভলভ কি না, সন্দেহ আছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে এমন মন্তব্য করেন তিনি। এ সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।

এবার গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন। সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর পছন্দের প্রার্থী জাহাঙ্গীর আলম শোচনীয়ভাবে বেলাল উদ্দিনের কাছে পরাজিত হয়েছেন। আজ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে তাঁর কর্মী-সমর্থকেরা উপজেলা চত্বরে সমবেত হয়েছিলেন। সেখানেই এমন মন্তব্য করেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে আজ দায়িত্বভার গ্রহণ করতে যান। কর্মী-সমর্থকেরা গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়েছিলেন। অন্যদিকে আজ ছিল মাসিক সমন্বয় সভা। সভায় উপস্থিত হন ওমর ফারুক চৌধুরী। তিনি বেলা পৌনে একটার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হলে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় সাংবাদিকদের ডেকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আজকে উপজেলা চত্বরে অনেক লোক দেখছি, তাঁরা আমাকে হত্যার উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছেন। আমি বিষয়টি নিয়ে দুবার ইউএনওকে ফোন করেছি, কিন্তু তিনি আমার ফোন রিসিভ করেননি। আমাকে হত্যার উদ্দেশ্যে এ সমাবেশ। এতে ইউএনও ইনভলভ কি না, সন্দেহ আছে।’ এমন বক্তব্যের সময় পাশেই ইউএনও আতিকুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন। অবশ্য তিনি কোনো কথা বলেননি।

সাধারণ জনগণ নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে আসতে পারেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘না, আসতে পারেন না।’ সাংবাদিকেরা পাল্টা প্রশ্ন করেন, ‘তাহলে আপনার সঙ্গে যে লোকজন আছেন, তাঁরা কারা?’ এতে ক্ষুব্ধ হয়ে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘সাংবাদিকেরা টাকা খেয়ে বায়াসড হয়ে প্রশ্ন করছেন।’ তাঁর এমন বক্তব্যে উপস্থিত সাংবাদিকেরা ক্ষুব্ধ হন। এই বক্তব্য প্রত্যাহারের জন্য চাপ দিলে সংসদ সদস্য সেখান থেকে দ্রুত চলে যান। পরে রাজশাহী থেকে যাওয়া সাংবাদিকেরা তাৎক্ষণিক সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেন।

এরপর সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী উপজেলা সভাকক্ষে গিয়ে মাসিক সমন্বয় সভায় অংশ নেন। ওই সমন্বয় সভায় নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সভাপতিত্ব করেন। জানতে চাইলে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন বলেন, তিনি উপজেলা চত্বরে কোনো সমাবেশ ডাকেননি। কাউকে হত্যার উদ্দেশ্যেও লোকজন জড়ো করেননি। তিনি দায়িত্ব গ্রহণ করবেন, সেই উপলক্ষে ভালোবেসে তাঁর কর্মী-সমর্থকেরা এখানে এসেছেন।

পরে এ বিষয়ে জানতে চাইলে ইউএনও আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

প্রথম ধাপে ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন বেলাল উদ্দিন।