ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল-পীরগঞ্জ) আসনের উপনির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভেঙে শরিক দল ওয়ার্কার্স পার্টির (হাতুড়ি প্রতীক) প্রার্থী ইয়াসিন আলীর পক্ষে জনসভা করেছে আওয়ামী লীগ।
আজ সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলার পূর্ব চৌরাস্তা এলাকার এ ঘটনা ঘটে। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার নজিরের নেতৃত্বে প্রশাসনের লোকজন হাজির হয়ে ওই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে (আজ সোমবার সকাল আটটা থেকে ভোটের দিন পর্যন্ত) জনসভা ও মিছিল করার অনুমতি নেই।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, জনসভার খবর পেয়ে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রশাসনের লোকজন ওই এলাকায় যান। এ সময় হাতুড়ি প্রতীকের প্রার্থী ইয়াসীন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রার্থীর পক্ষে একজন নেতা জরিমানার টাকা প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার ও পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম সেখানে উপস্থিত ছিলেন।
এ জনসভায় প্রার্থী ইয়াসীন আলী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজয়ানুল হক, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিটু দত্ত উপস্থিত থেকে বক্তব্য দেন।
সভাস্থলে প্রার্থী ইয়াসীন আলী বলেন, ‘আসলে জনসভা করার প্রস্তুতি ছিল না। লোকসমাগম হতে হতে জনসভায় রূপ নেয়। সভা করাটা ভুল হয়ে গেছে।’ অন্য নেতারা ততক্ষণে সভাস্থল ত্যাগ করেন।