১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে আড়াই হাজার মানুষও হবে না: শেখ সেলিম

শেখ ফজলুল করিম সেলিম
ফাইল ছবি

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে আড়াই হাজার মানুষেরও সমাগম হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, ‘১০ তারিখে বলে ওরা (বিএনপি) উল্টায়–পাল্টায় দেবে। ঢাকায় ২৫ লক্ষ লোকের সমাগম ঘটাবে। তারা পঁচিশ শ লোকেরও সমাগম করতে পারবে না।’

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ সেলিম এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে শেখ সেলিম বলেন, বিশ্বের অন্যান্য দেশে যেমন গণতন্ত্র আছে, বাংলাদেশেও তেমন গণতন্ত্র আছে। বিশ্বের অন্যান্য দেশে যেমন নির্বাচন হয়, বাংলাদেশেও সে রকম নির্বাচন হবে। কোনো অনির্বাচিত লোকের কাছে ক্ষমতা দেওয়া হবে না। আর আওয়ামী লীগ পালিয়ে যাওয়া দল নয়।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি কোনো দল না। ওরা হলো ক্ষণিকের দল। বিএনপি হলো ষড়যন্ত্র করা দল, ওরা খুনির দল। ওরা পাকিস্তানের দালাল। আর আওয়ামী লীগের শক্তি হলো এ দেশের মানুষ আর বঙ্গবন্ধুর আদর্শ।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০৪১ সালে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে। আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে ২০৩০–এর মধ্যেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের সতর্ক থাকতে হবে।’

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নার্গিস রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।

শেখ সেলিম সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. মোক্তার হোসেনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাজী জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করেন।