রাজপথে লোকজন নামতে দেখে শাসক দলের কাঁপন শুরু হয়েছে: এ জেড এম জাহিদ

মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। আজ শনিবার সকালে গাজীপুর শহরের রাজবাড়ি রোডে বিএনপির কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, রাজপথে লোকজন নামতে শুরু করেছে। বিএনপির পদযাত্রাসহ নানা কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি থাকছে। এসব দেখে শাসন দলের কাঁপন শুরু হয়েছে।

আজ শনিবার সকালে গাজীপুর শহরের রাজবাড়ি রোডে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ‘বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন’ ও খালেদা জিয়ার ‘নিঃশর্ত মুক্তি’সহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।

জাহিদ হোসেন অভিযোগ করেন, শাসক দল যেকোনো সময় যেকোনো জায়গায় সমাবেশ করে। তাদের অনুষ্ঠানের কারণে রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে তাদের কোনো অনুমতি লাগে না। কিন্তু বিএনপি ও সহযোগী সংগঠনের ক্ষেত্রে সবকিছু প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের কথা বলে শুধু আপনি কথা বলবেন, অন্য কাউকে কথা বলার সুযোগ দেবেন না, জনসভা করতে দেবেন না, এটা তো হবে না। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আমরা এ মাটির সন্তান। আমাদের নেতা স্বাধীনতার সময় রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তাঁর উত্তরাধিকার আজকের এ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা। কাজেই আমাদের নেতা-কর্মীদের মামলা, হামলা, গুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা এই সরকারের পতন চাই। আমরা সরকার বিলুপ্তি চাই, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর চাই। নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন চাই।’

জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান ও হুমায়ুন কবির খান, জেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।