নোয়াখালীতে দ্রুতগতির ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত
নোয়াখালীর সেনবাগ উপজেলায় দ্রুতগতির ট্রাকের চাপায় আবদুর রহমান (৫০) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ উপজেলার কল্যাণদি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর আশপাশের এলাকার বাসিন্দারা ধাওয়া দিয়ে ট্রাকটিকে আটক করেছে। পরে খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ আটক ট্রাক জব্দ করে এবং নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে কল্যাণদি বাজারের স মিল ব্যবসায়ী আবদুর রহমান বাজারের মাঝ দিয়ে যাওয়া মহাসড়কটি পারাপার হওয়ার সময় চৌমুহনী থেকে ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। ট্রাকটিও আটক করা হয়েছে। তবে এই ঘটনায় থানায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি।