নোয়াখালীতে সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

আগুনপ্রতীকী ছবি

নোয়াখালী-১ আসনের (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা চলে যাওয়ার পর আশপাশের এলাকার বাসিন্দা, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এসে আগুন নেভান। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকার দিক থেকে ৪০-৫০টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের গ্রামের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে তিনটি পাকা ভবনের সব কয়টিতে কক্ষে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা এ সময় বাড়ির আঙিনায় থাকা একটি গাড়িতে আগুন দেয়। পরিস্থিতি দেখে ভয়ে বাড়ির লোকজন পালিয়ে যান।
হামলার বিষয়ে জানার জন্য এইচ এম ইব্রাহিম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ প্রথম আলোকে বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাগুলো নিয়ে তাঁরা খুবই বিব্রত। সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় বিএনপি কিংবা জামায়াতের কেউ জড়িত নয়। স্থানীয় লোকজনের কাছ থেকে জেনেছেন, পাশের লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকা থেকে সন্ত্রাসীরা এসে এই হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর শুনে তাৎক্ষণিকভাবে তিনি সেনাবাহিনীর সদস্যদের ঘটনাস্থলে যেতে বলেছেন।