চৌদ্দগ্রামের বিআরডিবির মাঠকর্মী রাহেলার বিরুদ্ধে দুদকের মামলা

আদালত
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দারিদ্র্য বিমোচন কর্মসূচির মাঠ সংগঠক রাহেলা আক্তারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লায় মামলা হয়েছে। দুদক কুমিল্লার উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বাদী হয়ে ওই মামলা করেন।

রাহেলার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার ঘোষতল গ্রামে। তিনি ওই গ্রামের রেহানুল করিম খন্দকারের স্ত্রী।

দুদক সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৩ এপ্রিল কুমিল্লার নাঙ্গলকোটের মাঠ সংগঠক পদে চাকরিতে যোগ দেন রাহেলা আক্তার। ২০০৩ সালের ১১ আগস্ট চৌদ্দগ্রামে বদলি হয়ে আসেন। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত রাহেলার আওতাধীন চারটি দলের ৩৮ জন সদস্যের নামে ঋণ উত্তোলন, ঋণের কিস্তির ১৫ লাখ ৫৪ হাজার ৩১৩ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে। এসব কারণে তাঁর বিরুদ্ধে তদন্ত করে মামলা হয়। রাহেলা বর্তমানে চাকরি থেকে বরখাস্ত।

অভিযোগ প্রসঙ্গে রাহেলার মুঠোফোনে রাতে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। দুদক কুমিল্লার উপসহকারী পরিচালক মোহাম্মদ ইমরান খান বলেন, অর্থ আত্মসাতের ঘটনায় মাঠকর্মী রাহেলার বিরুদ্ধে মামলা হয়েছে।