খুলনায় পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর নামে দুদকের মামলা

খুলনা জেলার মানচিত্র

খুলনায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের এক সাবেক উপপরিদর্শক (এসআই) ও তাঁর স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে খুলনা দুদক কার্যালয়ে মামলাটি করেন।

পুলিশের ওই কর্মকর্তার নাম মো. আলী আকবর শেখ ও তাঁর স্ত্রীর নাম নাজমা আকবর। তাঁদের বাড়ি খুলনা নগরের পশ্চিম টুটপাড়া এলাকায়। আলী আকবর সর্বশেষ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে এর আগেও একটি মামলা করেছিল দুদক। বর্তমানে ওই মামলা আদালতে বিচারাধীন। এ কারণে আলী আকবর বর্তমানে সাময়িক বরখাস্ত হিসেবে আছেন।

খুলনা দুদক কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দুদক সূত্রে জানা যায়, পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিজীবন শুরু করেন আলী আকবর। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে এসআই হন। পুলিশে কর্তরত থাকা অবস্থায় সম্পদের পাহাড় গড়ে তোলেন আলী আকবর ও তাঁর স্ত্রী। দুদকের অনুসন্ধানে দুজনের নামে থাকা ৮৮ লাখ ২২ হাজার টাকার সম্পত্তির হিসাব পাওয়া যায়। কিন্তু দুদকের কাছে দেওয়া তথ্যে তাঁরা ২১ লাখ ৮২ হাজার টাকার তথ্য গোপন করে হিসাব বিবরণী জমা দিয়েছিলেন। মামলার এজাহারে তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।