শূন্য থেকে ৫ বছরে সরওয়ারের স্ত্রীর সম্পদ কোটি টাকার বেশি

আ ক ম সরওয়ার জাহান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম সরওয়ার জাহান প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সেই নির্বাচনের সময় হলফনামায় উল্লেখ করা তথ্যানুযায়ী, তাঁর স্ত্রীর কোনো আয় ছিল না। ছিল না ফ্ল্যাট বা গাড়িসহ কোনো সম্পদ। পাঁচ বছর পর এখন স্ত্রীর নামে ঢাকায় ফ্ল্যাট ও গাড়ি আছে। সব মিলিয়ে স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ১৩ লাখ টাকার বেশি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হলফনামা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। সরওয়ার জাহান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি পেশায় আইনজীবী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সরওয়ার জাহান উল্লেখ করেছেন, তাঁর বার্ষিক আয় ৬৯ লাখ ১ হাজার ৭৫৪ টাকা। কৃষি খাত থেকে বছরে আয় করেন ৪৯ হাজার ৫৮০ টাকা, ব্যবসা থেকে আয় ৩৬ লাখ ৪৫ হাজার ৪৪৭ টাকা। আইন পেশা থেকে আসে ৭ লাখ ২০ হাজার টাকা। সংসদ সদস্য হিসেবে সম্মানী ৬ লাখ ৬০ হাজার টাকা এবং অন্যান্য ভাতা বাবদ ১৮ লাখ ২৬ হাজার ৭২৭ টাকা আয় করেন। পাঁচ বছর আগে আইন পেশা ছাড়া তাঁর আয়ের আর কোনো উৎস ছিল না।

বর্তমানে সরওয়ারের কাছে নগদ আছে ৩১ লাখ ৫২ হাজার ৮৩০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকার পরিমাণ ২৭ লাখ ৫২ হাজার ২৬৬ টাকা। শেয়ার রয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬০০ টাকার। দুটি গাড়ির দাম দেখানো হয়েছে ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৩৬০ টাকা। কৃষিজমির দাম দেখানো হয়েছে ৫ লাখ ৪০ হাজার ২০০ টাকা। অকৃষিজমি ১৭ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার। তবে কোনো জমির পরিমাণ উল্লেখ করা হয়নি।

পাঁচ বছর আগে প্রথমবারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সময় সরওয়ার হলফনামায় আইন পেশা থেকে বার্ষিক আয় দেখিয়েছিলেন তিন লাখ টাকা। নগদ টাকা ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকার পরিমাণ ছিল ১০ লাখ টাকা। তখন তিনি নিজের নামে একটি গাড়ির মূল্য দেখিয়েছিলেন মাত্র এক লাখ টাকা। সেই সময় হলফনামায় তিনি ২ একরের কিছু বেশি জমির মূল্য দেখিয়েছিলেন ২৪ লাখ টাকা। সে সময় তাঁর কোনো অকৃষিজমি ছিল না। তবে তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নাম না উল্লেখ করে ব্যক্তিগত গাড়ি কেনা বাবদ ঋণ দেখিয়েছেন ৯৫ লাখ টাকা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সরওয়ারের স্ত্রীর ২ লাখ ৪০ হাজার টাকার ৪০ ভরি সোনা ছাড়া কোনো অস্থাবর ও স্থাবর সম্পদ ছিল না। ৫ বছর পর হলফনামায় উল্লেখ করা তাঁর সম্পদ হয়েছে ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৮৩০ টাকার। তার মধ্যে নগদ ৮ লাখ ৪৬ হাজার ৯০৭ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা, শেয়ার ৩ লাখ টাকার, নিজের নামে ১৫ লাখ ৫০ হাজার টাকায় কেনা একটি গাড়ি। কৃষিজমির পরিমাণ উল্লেখ না করলেও অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ২ লাখ ৮৫ হাজার টাকা, অকৃষিজমির পরিমাণ উল্লেখ না করলেও অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৫ লাখ ৬২ হাজার ৬০০ টাকা। কোনো স্থান উল্লেখ না করে ও বিস্তারিত বিবরণ না দিয়ে উল্লেখ করা হয়েছে, তাঁর ৬১ লাখ ৪২ হাজার ৪৩৮ টাকার একটি ফ্ল্যাট আছে।

পাঁচ বছর আগে সরওয়ারের নামে কোনো খামার না থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তাঁর ১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৭৭২ টাকা সমমূল্যের একটি মৎস্য ও গরুর খামার দেখানো হয়েছে। তাঁর স্ত্রীরও একটি মৎস্য খামার আছে, যার মূল্যমান ১৩ লাখ ৩৩ হাজার ২৫৫ টাকা।