সরানো হয়েছে লাইনচ্যুত বগি, ৮ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী পথে ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুর মহানগরীর সালনা এলাকায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার আট ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার ভোর পাঁচটা থেকে রেলপথটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে ওই পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনমাস্টার হানিফ মিয়া জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি। এটি গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগিটি সেখানে রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনে সরিয়ে নেওয়া হয়। এরপর আজ শনিবার ভোর পাঁচটা থেকে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হলেও এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই সময়ের মধ্যে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে চিত্রা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুটি আটকে যায়। এ কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা।