সিলেট সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ১৪ রোহিঙ্গা শরণার্থীসহ ৩১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত জৈন্তাপুরের লালাখাল ও মিনাটিলা সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের টহল দল তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির সদস্যরা গতকাল রাতে টহল দেওয়ার সময় ভারতের জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প-সংলগ্ন সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে আটক করেন। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানতে পারে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও ছয়টি শিশু।
বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত দিয়ে পুশ ইন ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
এদিকে আজ ভোরে জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে পাঠানো ১৭ জনকে আটক করেছে বিজিবি। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও সাতটি শিশু।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিজিবি আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করেছে। পরে পুলিশ ১৭ জন বাংলাদেশিকে আদালতে এবং ১৪ জন রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেছে। তিনি বলেন, আটক রোহিঙ্গারা প্রাথমিকভাবে জানিয়েছেন, তাঁরা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।