কুষ্টিয়ায় ১২০ জন অসহায় শীতার্ত পেলেন প্রথম আলো ট্রাস্টের কম্বল
‘রাত্রিরে টালা (কুয়াশা) পরে, শীত লাগে। কম্বলে আরাম হবিনি।’ নতুন কম্বল হাতে পেয়ে এভাবে কথাগুলো বলছিলেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী আমোদ আলী শেখ।
বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে আমোদ আলী লাঠিতে ভর দিয়ে এসেছিলেন কম্বল নিতে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর, দহপাড়া, মুলগ্রাম ও খর্দ ভালুকা এলাকায় ১২০ অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন। এর আগে বন্ধুসভার সদস্যরা এলাকায় খোঁজ করে অসহায় মানুষের তালিকা তৈরি করেন। কৃষ্ণপুর গ্রামের পল্লিচিকিৎসক তায়জাল আলীর বাড়ির আঙিনায় কম্বল তুলে দেওয়া হয়।
৭৭ বছর বয়সী আনোয়ারা বেগমের স্বামী মারা গেছেন। তিনিও এসেছিলেন কম্বল নিতে। তিনি বলেন, ‘পতম (প্রথম) আলো পিরাই ১২ বছর আগি একবার আইছিল এহেনে (এখানে) কম্বল দিতি (দিতে)। সিবার একখান দিছিল, আজ আবার দিলে, আল্লাহর কাছে কাছে দোয়া করি।’
খেলাফত শেখের মেয়ে গোলাপী খাতুন (৩০) মানসিক ভারসাম্যহীন। রঙিন কম্বল পেয়ে খুব খুশি। এ সময় বন্ধুসভার সদস্যরা তাঁর শরীরে রঙিন কম্বল জড়িয়ে দেন। দহপাড়া এলাকার ৭৫ বছর বয়সী রুজদার শেখ জানালেন, ‘রাতি জার লাগে, গায় দিয়ে মজা হবিনি, ওম আছে।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান। অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণে সহযোগিতা করেন কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অনিক মামুন, সহসভাপতি ইসরাত আরা যুগ্ম সাধারণ সম্পাদক বর্ষণ বিশাল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন প্রমুখ।
শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে ৭০০টি কম্বল দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। এর মধ্যে ১২০টি কম্বল আজ কুষ্টিয়ায় বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর ২০২৪ থেকে এ পর্যন্ত ত্রাণ তহবিলে মোট ৯ লাখ ৩৫ হাজার ২১০ টাকা সহায়তা এসেছে। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ লাখ ১০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে এসেছে ১ লাখ ২৫ হাজার ২১০ টাকা।
শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল। হিসাব নম্বর: ২০৭ ২০০০০১১১৯৪। রাউটিং নম্বর: ০৮৫২৬২৫৩৯ ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।