কাল খুলনায় বিএনপির তিন সংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’

তারুণ্যের সমাবেশের আগে আজ রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলছবি: প্রথম আলো

খুলনায় আগামীকাল সোমবার বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ করবে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। নগরের ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বর এলাকায় বেলা তিনটায় এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ করার অনুমতি পাওয়াসহ সমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন (টুকু)। তিনি বলেন, তিনটি তরুণ সংগঠনের উদ্যোগে রাজধানী ঢাকাসহ দেশের বড় ছয় শহরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম থেকে শুরু করে বগুড়া, বরিশাল, সিলেটে সমাবেশ শেষে খুলনায় পঞ্চম সমাবেশ হতে যাচ্ছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁরা মাঠে নেমেছেন। আগামী দিনে বাংলাদেশকে বসবাসের উপযোগী ও সবাই যাতে সমান অধিকার নিয়ে থাকতে পারে, সে লক্ষ্যে এই সমাবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সুলতান সালাউদ্দিন বলেন, ‘তরুণ সমাজকে রাজপথে ঐক্যবদ্ধ করতেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেমেছি। বঞ্চিত তরুণ সমাজের অধিকার আদায়ের সংগ্রামে নেমেছি।’

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, এই সরকার দেশের গণতন্ত্র, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। গত ১৫ বছরে দেশে ৪ কোটি ৭০ লাখ নতুন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। পুলিশ ভেরিফিকেশনের নামে চাকরি থেকে মেধাবী তরুণদের বাদ দেওয়া হয়েছে। তাই গণতন্ত্র ও দেশের কথা চিন্তা করে যুব ও তরুণ সমাজ জাগ্রত হয়ে রাজপথের এই সমাবেশে যোগ দেবেন।

তারুণ্যের এই সমাবেশকে কেন্দ্র করে সরকার বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নানা কায়দায় সমাবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে বাস বন্ধ করে দেওয়ার চেষ্টার কথা শোনা যাচ্ছে। তবে কোনো বাধাই সমাবেশকে আটকাতে পারবে না।

সংবাদ সম্মেলনে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম ওরফে মনা, সদস্যসচিব শফিকুল আলম ওরফে তুহিন, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সংসদের (খুলনা বিভাগ) সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।