বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

নিহত স্কুলশিক্ষার্থী ফাহিম হোসেন
ছবি: সংগৃহীত

বগুড়ায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফাহিম হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রকে খুন করেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের কলোনি এলাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

ফাহিম শহরের ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও চকফরিদ কলোনি এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সন্ধ্যায় কলোনি এলাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান করছিল ফাহিম। এ সময় তিন-চারজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা ফাহিমকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুন্দীন প্রথম আলোকে বলেন, কলোনি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম নামের একজন স্কুলছাত্র নিহত হয়েছে। খুনের কারণ এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।