রজতজয়ন্তী উদ্যাপন
প্রথম আলো সমাজবদলের নায়ক
প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ১০ জেলায় সুধী সমাবেশ, আলোচন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও নির্ভরতার প্রতীক হয়ে পাঠকের তথ্যের চাহিদা মিটিয়ে আসছে প্রথম আলো। কেউ কেউ প্রথম আলোকে এ সময়ের আলোকবর্তিকা বলেছেন। তাঁদের ভাষায়, রাষ্ট্রের দর্পণ হয়ে সমাজের নানা অসংগতি ও ভুল তুলে ধরে পত্রিকাটি। এটি শুধু খবরের কাগজ নয়, সমাজবদলের নায়ক।
প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার দেশের ১০টি স্থানে সুধী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশিষ্টজন, শিক্ষক–শিক্ষার্থী, সংস্কৃতিসেবীসহ সমাজের নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
‘সত্য প্রকাশে পিছপা হয়নি’
টাঙ্গাইল ও নরসিংদীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সুধীজনেরা প্রথম আলোর সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, সকালের সূর্য যেমন স্নিগ্ধ আলো ছড়ায়, প্রথম আলো তেমনি সত্য তথ্য পাঠকদের কাছে তুলে ধরে। নানা প্রতিকূলতার মধ্যে প্রথম আলো কখনো সত্য প্রকাশে পিছপা হয়নি। তাই প্রথম আলো শুরু থেকেই পাঠকের ভালোবাসায় সিক্ত হয়েছে।
বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ২০ শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। পরে অতিথিরা প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে কেক কাটেন।
মুন্সিগঞ্জে কেক কেটে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্যাপন করা হয়। এ উপলক্ষে গতকাল মুন্সিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাষ চন্দ্র হীরা, কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব আলম, শিক্ষাবিদ খালেদা খানম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃত জোটের সভাপতি সুজন হায়দার।
মুন্সিগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি নুরুন্নবী মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন। অনুষ্ঠানে ‘নব সূর্যোদয়’ নামে একটি বিদ্যালয়ের ৩০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদেরও অতিথি করা হয়।
বিকেল পাঁচটার দিকে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে সুধী সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আনিসুর রহমান ভূঁইয়া প্রমুখ। অতিথি ও বন্ধুসভার সদস্যরা মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
বগুড়ায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ আয়োজনে বক্তৃতা করেন বিশ্বসেরা শিক্ষকের তালিকায় স্থান পাওয়া শাহনাজ পারভীন। তিনি বলেন, প্রথম আলো এ সময়ের আলোকবর্তিকা।
নীলফামারীতে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা সত্যে-তথ্যে প্রথম আলো আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। আয়োজনের মধ্যে আরও ছিল রজতজয়ন্তীর কেক কাটা, মিষ্টি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুধী সমাবেশে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুল হাসান চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।
মানুষের প্রত্যাশা বেশি
বরিশালের প্রীতিসম্মেলনে বক্তারা বলেছেন, প্রথম আলো ভুল করলে সমালোচনার ঝড় ওঠে। কারণ, প্রথম আলোর প্রতি মানুষের প্রত্যাশা অন্যদের চেয়ে বেশি। আবার যাঁরা প্রথম আলোর সমালোচক, তাঁরা দিন শেষে প্রথম আলোতেই চোখ বোলান।
সকাল ১০টায় প্রথম আলোর বরিশাল আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে এই সম্মিলন শুরু হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের প্রবীণ শিক্ষাবিদ ও সামাজিক আন্দোলনের নেতা শাহ সাজেদা, বরিশালের সাধারণ নাগরিক সমাজের (বসানাস) আহ্বায়ক কাজী মিজানুর রহমান প্রমুখ।
প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে মাদারীপুরে আয়োজিত প্রীতিসম্মেলনে বক্তারা বললেন, পত্রিকাটি নানা চাপ উপেক্ষা করে দিন শেষে গণমানুষের জন্য সত্যিকারের ঘটনাটাই লেখে যায়। সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম আলোকে দেশের সম্পদ বলেছেন বাগেরহাটের বিশিষ্টজনেরা। শহরের আম্বিকা চরণ লাহা মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক চৌধুরী আবদুর রব, জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন প্রমুখ।
সঠিক খবরটি জানার জন্য সর্বশেষ প্রথম আলোর ওপর নির্ভর করতে হয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুরের বিশিষ্টজনেরা। আলোচনা পর্বে বক্তৃতা করেন চৌহমুনী এস এ কলেজের সাবেক অধ্যক্ষ জে এম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান প্রমুখ।
ফেনীতে কেক কাটা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় প্রথম আলোর রজতজয়ন্তী। সুধী সমাবেশে বক্তৃতা করেন বেগম ফয়েজুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবুল চন্দ্র শীল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব প্রমুখ।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]