ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় মারামারির এক মামলায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হালিম মৃধাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার পুলিশ জানায়, ২০২১ সালে একটি মারামারির ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ব্যারিস্টার জাহিদুল হক চৌধুরী। ওই মামলায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হালিম মৃধাকে আসামি করা হয়। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, ২০২১ সালে মামলার পর থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য হালিম মৃধা পলাতক ছিলেন। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।