সোনাগাজীতে প্রতারকের খপ্পরে পড়ে সোনার গয়না খোয়ালেন নারী

প্রতারণা
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে কেনাকাটা করতে এসে প্রতারকের খপ্পরে পড়ে এক নারী দুই ভরি সোনার গয়না খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারীর নাম আমেনা বেগম। তিনি সোনাগাজী পৌর এলাকার বাসিন্দা। আমেনার ভাষ্য অনুযায়ী, আজ দুপুরের দিকে তিনি পরিবারের কয়েকজন সদস্য মিলে কেনাকাটা করতে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকার মানিক মিয়া প্লাজায় আসেন। তাঁর মেয়েরা কসমেটিকসের দোকানে কেনাকাটা করছিলেন। তিনি একটি জুয়েলারি দোকান থেকে সোনার গয়না কেনেন। বাজারে কিছু কাজ শেষ করে আমেনা বেগম বাসায় যাওয়ার জন্য জিরো পয়েন্টে রিকশার অপেক্ষায় ছিলেন। এ সময় দুই নারী এসে তাঁর সঙ্গে কথা বলেন। এর কিছুক্ষণ পর ওই নারীরা দ্রুত বাসস্ট্যান্ডের দিকে চলে যান। পরে রিকশা করে বাসায় ফিরে আমেনা বেগম দেখেন তাঁর ভ্যানেটি ব্যাগের চেইন খোলা। সোনার গয়নার বাক্সটি নেই।

আমেনা বেগমের ধারণা, কথা বলার সময় ওই নারীরা সুকৌশলে তাঁর ব্যাগ থেকে দুই ভরি ওজনের সোনার গয়না চুরি করে নিয়ে গেছেন। চারজন নারী তাঁকে অনেকক্ষণ অনুসরণ করছিলেন। তিনি বিষয়টি তাঁর মেয়েসহ পরিবারের সদস্যদের জানান।

পরিবারের সদস্যরাসহ বাজারে এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেন। দীর্ঘক্ষণ ওই প্রতারকদের খুঁজে না পেয়ে সোনাগাজী মডেল থানা–পুলিশের এক সদস্যকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন।

সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক মো. মাইন উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।