১৮ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর সড়কে যানবাহন ও নৌপথে ফেরি চলাচল শুরু

১৮ ঘণ্টা পর চাঁদপুর–শরীয়তপুর সড়কে যানবাহন ও চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংহপুর ফেরিঘাটেছবি: প্রথম আলো

১৮ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। সেই সঙ্গে ফেরি চলাচল শুরু হয়েছে চাঁদপুর–শরীয়তপুর নৌপথে। শুক্রবার বিকেল ছয়টার দিকে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে আটকে পড়া যানবাহন চলাচল শুরু করে। একই সময় ব্যস্ততা ফিরে আসে নৌপথেও।

আরও পড়ুন

শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত ১২টা থেকে চাঁদপুর-শরীয়তপুর সড়কে যানবাহন ও নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেন ছাত্রদল ও যুবদলের দুই নেতা। এ কারণে সড়কের ভেদরগঞ্জ উপজেলার বালারবাজার হতে কাশিমপুর পর্যন্ত দুই কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়। সড়ক ও ফেরিঘাটে দুই শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পদক্ষেপে বিকেলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। বিকেল ছয়টার দিকে নৌপথে ফেরি চলাচল শুরু হয়। আমরা পাঁচটি ফেরি দিয়ে ঘাটে জমে থাকা গাড়িগুলো পারাপার করছি। ঘাটে জমে থাকা গাড়িগুলো পারাপার করতে সারা রাত লেগে যাবে।’

এর আগে শুক্রবার বিকেলে চারটার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে সব পক্ষকে নিয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, বিআইডব্লিউটিএ নতুন করে নির্দেশনা না দেওয়া পর্যন্ত নরসিংহপুর ফেরিঘাটের ইজারা তুলবেন বর্তমান ইজারাদার সখীপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালা। ওই বৈঠকের শুরুতেই যানবাহন চলাচলের সিদ্ধান্ত দেওয়া হয়। তখন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা যানবাহনগুলো ফেরিঘাটে পৌঁছে দেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, চাঁদপুর–শরীয়তপুর নৌপথ ব্যবহার করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। গত বছর আওয়ামী লীগের সরকার পতনের পর ওই নৌপথের শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোমিন দিদার। বিআইডব্লিউটিএ ২০২৫-২৬ অর্থবছরে নতুন করে ইজারাদার নিয়োগ করেছে। ওই ঘাটের ইজারা নিয়েছেন সখীপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালা। এরপর ওই ইজারা বাতিলের চেষ্টা করে আসছিলেন মোমিন দিদার। তিনি বিষয়টি নিয়ে প্রথমে শরীয়তপুরের আদালতে মামলা করেন। ওই মামলা খারিজ হয়ে গেলে তিনি উচ্চ আদালতে যান।

এর মধ্যে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোমিন দিদারের সমর্থকেরা নরসিংহপুর ফেরিঘাটে গিয়ে ঘাট দখলে নেন বলে অভিযোগ ওঠে। তাঁরা জিসান বালার লোকজনকে ফেরিঘাট থেকে তাড়িয়ে দেন। এরপর জিসান বালার লোকজন চাঁদপুর–শরীয়তপুর সড়কের ভেদরগঞ্জের বালারবাজার এলাকায় যানবাহন আটকে দেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় ফেরি চলাচলও বন্ধ হয়ে যায়। সড়কে যানবাহন আটকে দেওয়ার পর ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা।
দীর্ঘ সময়েও সমস্যার সমাধান না হওয়ায় শরীয়তপুরের জেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঘাটের সাবেক ও বর্তমান ইজারাদারকে নিয়ে সমঝোতা বৈঠক হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাহায়েরুল হক প্রথম আলোকে বলেন, নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে বর্তমান ও সাবেক ইজারদারের মধ্যে যে বিরোধ চলছিল, তা আপাতত নিরসন হয়েছে। এখন ওই সড়কে ও নৌপথে যানবাহন ও ফেরি চলাচল করছে। বিআইডব্লিউটিএ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই ঘাটে বর্তমান ইজারাদার টোল আদায় করবেন। সমঝোতা বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জানিয়েছেন, আদালতের আদেশ পর্যবেক্ষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।