সিলেটে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির আয়োজনে ও প্রথম আলোর সহযোগিতায় ৭০০ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার কামলাবাজারে লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ রাগীব আলী। সম্মানিত অতিথির বক্তব্য দেন উপাচার্য কাজী আজিজুল মাওলা। প্রধান আলোচকের বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. মাইমুল আহসান খানের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার মো. কাওসার হাওলাদার ও আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আবদুল হাই ও কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক।
শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন সৈয়দা জেরিনা হোসেন এবং কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন মো. রেজাউল করিম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রাগীব আলী বলেন, গ্রামে প্রতিষ্ঠিত হলেও লিডিং ইউনিভার্সিটি শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে। ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর উন্নতি করবে। তিনি সুন্দর ও উন্নত দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী আজিজুল মাওলা তাঁর বক্তৃতায় প্রথম আলোকে এমন আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান তিনি।
প্রধান আলোচকের বক্তব্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। সেই সঙ্গে সবাইকে ভালো মানুষ ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি থিওরি আছে, যার নাম ১০ হাজার ঘণ্টা থিওরি। কোনো একজন মানুষ যদি ১০ হাজার ঘণ্টা কোনো একটি বিষয় নিয়ে লেগে থাকেন, তবে সেই বিষয়ে তিনি পণ্ডিত হয়ে যাবেন। যাঁরা সংবর্ধিত হয়েছেন, তাঁরা মন দিয়ে চেষ্টা করলে খুব বড় পণ্ডিত হয়ে উঠতে পারেন। তিনি বলেন, একটি মোমবাতি থেকে যেমন অসংখ্য মোমবাতি জ্বলে; তেমনি একজন আলোকিত মানুষ অসংখ্য আলো ছড়িয়ে আলোকিত সমাজ গড়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের বেশি করে বই পড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনসহ খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরীক্ষায় ভালো ফল করার প্রতি জোর দেন।
অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশনের মহাব্যবস্থাপক অরুপ কুমার ঘোষ, প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যাহ্নভোজ করানো হয়। এর আগে সংবর্ধিত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ, ব্যাগ, প্রথম আলো পত্রিকাসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।