কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

মীর রেজাউল ইসলাম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পৌর আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের চৌড়হাস এলাকার মুকুল সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক নেতার নাম মীর রেজাউল ইসলাম ওরফে বাবু। তিনি কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিজিবির সদস্যদের কাছে রাখা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অবস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ওই কাউন্সিলরকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রেজাউল ইসলাম আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতার সমর্থক। আতাউর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কুষ্টিয়া সদরে আতাউরের একমাত্র প্রতিদ্বন্দ্বী আবু আহাদ আল মামুন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই কেন্দ্রে বিশৃঙ্খলা হচ্ছে। অতিরিক্ত পুলিশ গিয়ে একজনকে আটক করে নিয়ে যায়। আমি নিজে ওই কেন্দ্রে গিয়ে পরিবেশ একটু বিশৃঙ্খলা দেখেছি। তাৎক্ষণিকভাবে তা স্বাভাবিক করা হয়েছে।