সাভারে পোশাক কারখানার গুদামের আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এলাকার একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেড় ঘণ্টার চেষ্টায় আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে আশুলিয়া থানার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় শ্রাবণী নিট ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। দ্রুত জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিস এবং সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মোট আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, তিনটি স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের (ঢাকা অঞ্চল-৪) উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।