ধুনটে দলছুট একটি মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে

বগুড়ার ধুনটে দলছুট হয়ে ঘুরে বেড়ানো মুখপোড়া হনুমান দেখতে উৎসুক মানুষের ভিড়
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি মুখপোড়া হনুমান। খাবারের সন্ধানে দলছুট হয়ে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করছেন অনেকে। আজ শুক্রবার সকালে হনুমানটি উপজেলার গোপালনগর ইউএকে উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দেখা যায়।

আরও পড়ুন

গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামের বাসিন্দা আবদুল করিম প্রথম আলোকে বলেন, গত কয়েক দিন ধরে গোপালনগর, মহিশুরা, সাতটিকরি, গজিয়াবাড়ি, বিশাড়দিয়াড়, খাটিয়ামারিসহ বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে এই দলছুট হনুমানটি। এটি কখনো গাছের ডালে, আবার কখনো বসতঘরের চালে থাকে। আবার খাবারের খোঁজে কখনো নেমে আসছে বাড়ির আঙিনায়, দোকানপাট ও হাটবাজারে।

আরও পড়ুন
ধুনটে গ্রামে ঘুরে বেড়াচ্ছে এই দলছুট হনুমানটি
ছবি: সংগৃহীত

আজ সরেজমিনে দেখা গেছে, হনুমান আসার খবর পেয়ে গোপালনগর ইউএকে উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উৎসুক জনতা ভিড় করেছেন। এ সময় অনেকে নানা জাতের দেশি ফল খেতে দেন। আবার কেউ কেউ খেতে দেন দুধ-কলা। কেউ আবার হনুমাটির দৃষ্টি আকর্ষণের জন্য নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। এ সময় অনেকে মুঠোফোনে হনুমানের ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন। তবে কেউ কেউ কারণে-অকারণে প্রাণীটিকে লক্ষ্য করে ঢিলও ছুড়েছেন। সে সময় প্রাণের ভয়ে অন্য স্থানে ছুটে যায় হনুমানটি।

আরও পড়ুন

এদিকে, মুখপোড়া হনুমানটি যখন যাঁর বাড়িতে অবস্থান করে, তখন ওই বাসিন্দারা আতঙ্কে থাকেন। হনুমানটির মুখের অঙ্গভঙ্গি দেখে শিশুরাও ভয় পায়। স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

এ ব্যাপারে জানতে চাইলে ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান বলেন, ‘এলাকায় বন্য প্রাণী হনুমান ঘুরে বেড়ানোর বিষয়টি আমাকে কেউ বলেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন