শ্রমিকদের নিয়ে কারখানায় যাওয়ার পথে মহাসড়কের খাদে বাস, আহত ৩৫
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের সবাই রাইডার প্রাইভেট লিমিটেড নামের একটি ব্যাগ উৎপাদনকারী কারখানার শ্রমিক। তাঁদের মধ্যে গুরুতর আহত ব্যক্তিরা হলেন আবদুল কুদ্দুস (২৯), আশরাফুল ইসলাম (২৩), ইয়াছিন (২২), ফাতেমা বেগম (২১), রিফাত (২৩), মারিয়া বেগম (২০), প্রদীপ কুমার (২৮), মহসিন (১৯), রাতুল (২৩), খাদিজা আক্তার (১৯), রাসেল মিয়া (২০), জান্নাত আক্তার (২১) ও রফিকুল ইসলাম (৩২)। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, বাসটি আশুগঞ্জ থেকে ৪০ নারী-পুরুষ শ্রমিক নিয়ে সরাইল উপজেলা সদরে কুট্টাপাড়া মোড় এলাকার ওই কারখানায় যাচ্ছিল। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানকে অতিক্রম করতে গিয়ে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩৫ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ বাসটি উদ্ধার করে জব্দ করেছে। তবে এটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
এ দুর্ঘটনার পরপর মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান সরাইল খাঁটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সজীব মিয়া। তিনি বলেন, এ ব্যাপারে থানায় সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।