বগুড়ায় পণ্যবাহী ট্রাকে আগুন

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

বিএনপির ডাকা অবরোধে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহলের মধ্যেই পণ্যবাহী একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত নয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার দীঘলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙারি লোহা ও পুরোনো প্লাষ্টিকের পণ্য নিয়ে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। দীঘলকান্দি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা অন্তত ছয়জন দুর্বৃত্ত ট্রাকটি লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে ট্রাক থামিয়ে চালক ও সহকারী পালিয়ে গেলে পেট্রল ঢেলে ওই ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আগুনে ট্রাকটি পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে জানতে চাইলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তাৎক্ষণিক জড়িত ব্যক্তিদের আটক করা যায়নি। ওই দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।