সিলেটে সাঁতার শিখতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভেতরের একটি পুকুরে সাঁতার শিখতে এসে অর্ণব তালুকদার (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
অর্ণব তালুকদার সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ক্ষিতীশ তালুকদারের ছেলে। সে সিলেট নগরের মদিনা মার্কেট মোল্লাবাড়ি এলাকায় থাকে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, অর্ণব পুকুরে গোসল করতে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পানিতে নেমে ডুবন্ত অবস্থায় অর্ণবকে উদ্ধার করে। অর্ণবকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শাবিপ্রবির প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ওই কলেজছাত্র সাঁতার শেখার জন্য পুকুরে নেমেছিল। পানিতে ডুবে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশ তদন্ত করছে। পুকুর গভীর হওয়ায় বিপদ এড়াতে এ পুকুরে গোসল না করার নির্দেশনা আমরা দিয়েছিলাম। পাশে নির্দেশনা ফলকও আছে। সবাইকে এ নির্দেশনা মেনে চলতে আমরা অনুরোধ জানাচ্ছি।’