বরিশালে শ্রমিক মারধরের ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ

দুই পরিবহনশ্রমিককে মারধরের ঘটনায় বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অন্য শ্রমিকেরা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়ছবি: প্রথম আলো

বরিশালে বাসচালক ও সহকারীকে মারধরের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ শনিবার দুপুরে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় শ্রমিকেরা প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকদের দাবি, আজ দুপুর ১২টার দিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের সামনের সড়কে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য যাত্রীবাহী একটি বাস অপেক্ষা করছিল। এ সময় সেখানে একটি মোটরসাইকেল আটকে যায়। মোটরসাইকেলের দুই আরোহী ছিলেন জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি কাজী কবিরের ঘনিষ্ঠ। এ সময় বাসটি জায়গা দিতে দেরি হলে মোটরসাইকেল আরোহীরা বাসচালক ও সহকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বাসচালক মো. শাকিল ও শ্রমিক সৌরভকে মারধর করেন তাঁরা।

এ খবর ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড এলাকায় থাকা ক্ষুব্ধ শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করেন। শ্রমিকেরা বাসস্ট্যান্ড এলাকায় থাকা কাজী কবিরের ব্যানার ছিঁড়ে ফেলেন। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে শ্রমিকদের শান্ত করে সড়ক থেকে তুলে দেয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফারুক হোসেন বলেন, শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়েই মূলত এই ঘটনার সূত্রপাত। এর জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকদের একটি পক্ষ সড়ক অবরোধ করেছিল। পুলিশ গিয়ে তাদের অবরোধ তুলে দেয়। পরে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।