র‍্যাম্প মাতাল ‘বাহুবলী-বস’, দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

চট্টগ্রাম নগরে আয়োজিত ক্যাটেল এক্সপো নামের প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু নিয়ে আসেন খামারিরা।আজ বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম নগরের হালিশহর আবহনী মাঠেছবি- জুয়েল শীল

চারপাশ ঘিরে আছেন কয়েক শ দর্শক। র‍্যাম্প প্রস্তুত। ঘোষণা এল, মঞ্চ কাঁপাতে আসছে বাহুবলী। ঘোষণার পরপরই হাজির সে। কালো ও বাদামি রঙের শরীর তার। ভাবসাবে রাজকীয়। হম্বিতম্বিও আছে বেশ। তার এই লাফালাফি দেখে উল্লাসে ফেটে পড়েন দর্শকেরা।

না, এই বাহুবলী ভারতীয় চলচ্চিত্রের সেই বাহুবলী নয়। আর চিরচেনা র‍্যাম্পের আয়োজনও নয় এটি। বিভিন্ন প্রজাতির গরুর প্রদর্শনীর জন্য এই র‍্যাম্প প্রস্তুত করা হয়। আজ বৃহস্পতিবার নগরের পোর্ট কানেকটিং সড়কের আবাহনী মাঠে র‍্যাম্পের আয়োজন করা হয়।

তৃতীয়বারের মতো চট্টগ্রামে ক্যাটেল এক্সপো নামের এ প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রাম ক্যাটেল ফারমার্স অ্যাসোসিয়েশন। র‍্যাম্পের পাশাপাশি ৪০টি স্টলে খামারিরা গরু প্রদর্শনীর জন্য রাখেন। ভিন্নধর্মী এই প্রদর্শনী দেখতে হাজির হন কয়েক শ দর্শক। তাঁরা নজরকাড়া গরুগুলোর ছবি তোলেন। কেউ কেউ ভিডিও দৃশ্য ধারণ করেন।

বিকেল সাড়ে চারটায় শুরু হয় শো। সবচেয়ে বড় গরুগুলো নিয়ে র‍্যাম্পে হাঁটেন খামারিরা। একে একে র‍্যাম্পে আসে বাহুবলী, কালো জামুন, বস, ইন্ডিয়ানা, জিয়াদ, শাহেন শাহ, ডন, কিং নামের গরু। তাদের হম্বিতম্বি দেখে দর্শকেরাও উচ্ছ্বাসে মেতে ওঠেন।

র‍্যাম্পে বাহুবলী নিয়ে হাজির হয়েছিলেন চাঁটগাইয়া অ্যাগ্রোর প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, রাজস্থানের কাংরাজ জাতের গরু এটি। বয়স পাঁচ বছরের কাছাকাছি। স্বভাবে বেশ চটপটে হওয়ায় দেখভালে বাড়তি নজর দিতে হয়।

বাহুবলীর পর নজর কেড়েছে কালো জামুন। শাহ আমানত অ্যাগ্রো তাকে নিয়ে এসেছে এবার। কুচকুচে কালো রঙের বেশ মোটাতাজা শরীর কালো জামুনের। শিং জোড়া খাঁড়া। এতটাই চঞ্চল যে তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। কাছে ঘেঁষলেই ফোঁস ফোঁস আওয়াজ ছাড়ছিল। কালো জামুনের পর র‍্যাম্পে হাজির হয় ‘বস’। পাঁচজন তাকে ধরে–বেঁধে নিয়ে আসেন। বসের হাঁটাচলা দর্শকদের বিমোহিত করে। এরপর একে একে আসে ইন্ডিয়ানা, শাহেন শাহসহ বিভিন্ন খামারের গরু। আলোকসজ্জা, সংগীতের সুর র‍্যাম্পের আবহ আরও দারুণ করে তোলে।

র‍্যাম্পের পাশাপাশি ৪০টি স্টলে খামারিরা গরু প্রদর্শনীর জন্য রাখেন। ভিন্নধর্মী এই প্রদর্শনী দেখতে হাজির হন কয়েক শ দর্শক। চট্টগ্রাম নগরের হালিশহর আবহনী মাঠে
ছবি- জুয়েল শীল

স্টলে যে গরু ঘিরে দর্শকদের বাড়তি আকর্ষণ ছিল, তার নাম ‘জাগুয়ার’। শাহিওয়াল জাতের গরুটির বয়স প্রায় তিন বছর। সিটি অ্যাগ্রোর স্টলে তাকে পাওয়া গেল। সিটি অ্যাগ্রো ২০২০ সাল থেকে চট্টগ্রামে গরু কেনাবেচা করছে। প্রতিষ্ঠানটির কর্ণধার এনামুল হককেও পাওয়া গেল স্টলে। তিনি জানালেন, জাগুয়ার দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে। অবশ্য তাঁর খামারে এ ধরনের আরও ১৭০টি গরু রয়েছে।

র‍্যাম্পে ‘রোলেক্স’ ও ‘এমপি’ নামের দুটি গরু হেঁটেছে হেলেদুলে। সাঙ্গু ফার্ম অ্যান্ড অ্যাগ্রো ভেট লিমিটেড গরু দুটি এনেছিল। প্রতিষ্ঠানটির কর্ণধার মোসলেহ উদ্দিন হোসাইন প্রথম আলোকে বলেন, গত দুবারের মতো এবারও দর্শকের দারুণ সাড়া পাওয়া গেছে। এটি চট্টগ্রামের ভিন্নধর্মী এক আয়োজন।

চট্টগ্রাম ক্যাটেল ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রিন হার্ভেস্টের কর্ণধার বোরহানুল হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই দিনব্যাপী এ আয়োজনে গতকাল দেড় শ গরু র‍্যাম্পে হেঁটেছে। বিভিন্ন জাতের এসব গরুর মধ্য থেকে বাছাই শেষে সেরার স্বীকৃতি দেওয়া হবে। আর আজ এই সেরা গরুগুলোর প্রদর্শনী হবে।