জমিজমা নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. মোজাহার মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।

আজ শনিবার সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে এ ঘটনা ঘটে।

থানার পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে ওই এলাকার মোল্লা ও শেখ—দুই বংশের লোকজনের মধ্যে বহুদিন ধরে বিরোধ চলছে। এর আগেও একাধিকবার এই দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। সেই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত মো. মোজাহার মোল্লা আলিপুর গ্রামের মৃত জোনাব আলী মোল্লার ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ এক জমিতে আফসার শেখের লোকজন আজ সকালে ধানের বীজতলায় কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ হাফিজুর মোল্লা (৪০) পক্ষের লোকজন বাধা দিতে আসেন। পরে প্রতিপক্ষের লোকজন মোজাহার মোল্লাকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেন। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসক মোজাহারকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।