ময়মনসিংহে বন্ধুসভার উদ্যোগে দুই দিনব্যাপী ‘ময়মনসিংহ মেলা’ শুরু

মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক

প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার উদ্যোগে ময়মনসিংহে আজ সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ময়মনসিংহ মেলা’। ময়মনসিংহের জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে এ মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

আজ সোমবার দুপুর ১২টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক এ মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এ ধরনের মেলা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে। এ ছাড়া তরুণ উদ্যোক্তারা এ ধরনের মেলায় নিজেদের তৈরি পণ্যের প্রচার করার সুযোগ পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন।

মেলায় তরুণদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা
ছবি: প্রথম আলো

প্রথম আলো ও পাঠক সংগঠন বন্ধুসভার ২৫ বছর পূর্তির স্মারক হিসেবে ময়মনসিংহ বন্ধুসভা এ মেলার আয়োজন করে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৩২টি স্টল রয়েছে।
এ মেলায় ময়মনসিংহ ও জেলার বাইরে থেকে আসা নারী উদ্যোক্তারা তাঁদের নিজেদের তৈরি পোশাক ও মুখরোচক খাবারের স্টল দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য প্রচারের জন্য এ মেলায় স্টল দিয়েছে। মেলায় মাদকবিরোধী প্রচারণা চালানোর উদ্দেশ্যে স্টল দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহবুল হোসেন, প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ, প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ের বিজ্ঞাপন সহযোগী সাদিকুল ইসলাম, ময়মনসিংহ বন্ধুসভার সহসভাপতি মোহাম্মদ খালিদ হাসান ও মেহেদী হাসান।