পূর্বধলায় বালুবাহী ট্রাকচাপায় সিএনজির যাত্রী নিহত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বালুবাহী একটি ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩২)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাওরাট গ্রামের মৃত মহর আলীর ছেলে।
থানা-পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা দেড়টার দিকে দুর্গাপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সেটি শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় এলাকায় পৌঁছালে দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বালু নিতে আসা একটি ট্রাক সেটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী হাবিবুর রহমান মারা যান। স্থানীয় বাসিন্দা আহত অন্য তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করলে সেখানে যানজট সৃষ্টি হয়। পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে। এক সপ্তাহ আগে সেখানে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছিলেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত যাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। চালককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।