শিবালয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ মানিকগঞ্জের বরঙ্গাইল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছেছবি: প্রথম আলো

মানিকগঞ্জের শিবালয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিন যাত্রী। আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে অটোরিকশার যাত্রী রুবেল মিয়া (২৮) এবং উপজেলার শিবালয় গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে ও অটোরিকশার চালক আমিনুর রহমান (৩৫)।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ, নিহত ব্যক্তিদের স্বজন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে রুবেলসহ আরও তিন যাত্রী মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের মহাদেবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা পাটুরিয়াগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক আমিনুর ও যাত্রী রুবেল নিহত হন। অটোরিকশার অন্য তিন যাত্রীও আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদরের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রুবেলের খালাতো ভাই মো. রাজু প্রথম আলোকে বলেন, রুবেল ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় স্টোন ব্রিকস নামের ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি ওই প্রতিষ্ঠানের যানবাহনের মেকানিক ছিলেন। আজ সকালে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

আজ দুপুরে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. ইব্রাহিম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ ফাঁড়িতে রাখা হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা থেকে কাভার্ড ভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। তবে চালকের সহকারী পালিয়েছেন। এ ঘটনায় স্থানীয় শিবালয় থানায় মামলার প্রস্তুতি চলছে।