গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ
গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ ওরফে নয়ন (২৯) নামের একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আজ সোমবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব সোনারায় গ্রামে। তিনি ওই গ্রামের আবদুল মতিন মিয়ার ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদুর রহমান। তিনি বলেন, দীর্ঘ শুনানি শেষে সর্বোচ্চ রায়ে নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তাঁরা দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালে সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের আবদুল মালেকের মেয়ে মৌমিতা আক্তারের (২৫) সঙ্গে একই উপজেলার পূর্ব সোনারায় গ্রামের মতিন মিয়ার ছেলে নূর মোহাম্মদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব–কলহ চলে আসছিল। এর জের ধরে মৌমিতা বাবার বাড়িতে চলে যান। কয়েক দিন পর ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর মৌমিতাকে নেওয়ার জন্য স্বামী নুর মোহাম্মদ শ্বশুরবাড়িতে আসেন এবং রাত্রিযাপন করেন। পরদিন ২৩ সেপ্টেম্বর সকালে তাঁদের ঘর থেকে মৌমিতার রক্তাক্ত লাশ পাওয়া যায়। স্বামী নূর মোহাম্মদ পালিয়ে যান।
এ ঘটনায় ওই দিন মৌমিতার মা গোলেনুর বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক এই রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী আবুয়ালা সিদ্দিকুল ইসলাম বলেন, ‘এই রায়ে আমরা অসন্তুষ্ট। রায়ের বিপক্ষে আমরা উচ্চ আদালতে যাব। আশা করি উচ্চ আদালতে ন্যায়বিচার পাব।’