মায়ের পাশে হাঁটছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় মৃত্যু

দুর্ঘটনার পর আটক করা হয় ট্রাকটিকে। আজ দুপুরেছবি: প্রথম আলো

মায়ের সঙ্গে সড়কের পাশ দিয়ে হাঁটছিল ১৮ মাসের শিশুটি। হাঁটতে হাঁটতে হঠাৎ শিশুটি সড়কে উঠে পড়ে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয় শিশুটিকে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর শিশুটির মৃত্যু হয়।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সেনবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম মো. মুহিতাব। সে নরসিংদী জেলার দুলালপুর গ্রামের ফকির বাড়ির মো. আকরাম ফকিরের ছেলে। সেনবাগের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে তার পরিবার।

সেনবাগের স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটিকে নিয়ে তার মা সেনবাগ বাজারের হাইস্কুলের গেট থেকে উত্তর দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। শিশুটি মায়ের হাত ধরে হাঁটছিল। তবে একপর্যায়ে মায়ের হাত ফসকে সে বের হয়ে যায়। এ সময়টাতেই খানকির হাটের দিক থেকে আসা একটি চলন্ত ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। তাকে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর শিশুটির মৃত্যু হয়।

জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ট্রাকচালককে আটক করা হয়েছে। তাঁর নাম মো. আলাউদ্দিন (৪০)। তিনি সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।