আশ্রয়ণ প্রকল্পের ৩৬ পরিবার পানিবন্দী, খাবার পানির অভাব

আশ্রয়ণ প্রকল্প এলাকার ৩৬টি পরিবার ৩ মাস ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। গত সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার যশমন্তপুর গ্রামে
ছবি: প্রথম আলো

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের যশমন্তপুর গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৩৬টি পরিবার ৩ মাস ধরে পানিবন্দী। সেখানে নলকূপ না থাকায় পানির অভাব দেখা দিয়েছে। শৌচাগারে যেতেও সীমাহীন দুর্ভোগ পেতে হচ্ছে।

গত মে মাসে দ্বিতীয় পর্যায়ে যশমন্তপুরে গৃহহীনদের মধ্যে ৩৬টি ঘর দেওয়া হয়। বাসিন্দারা বলছেন, ঘরগুলো নিচু জায়গায় হওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। তার ওপর পানি নামার কোনো পথ না থাকায় দিনের পর দিন জলাবদ্ধতা দেখা দিয়েছে। হাঁটুপানির মধ্য দিয়ে মানুষ চলাচল করছে।

সেখানকার বাসিন্দা ধীরেন্দ্র দেবনাথ, হেলেনা বেগম ও শোভা আক্তার বলেন, প্রধানমন্ত্রী থাকার জন্য ঘর দিয়েছেন। কিন্তু তিন মাস ধরে তাঁরা পানিবন্দী। নলকূপ না থাকার কারণে দূর থেকে পানি আনতে হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টয়লেটের। কারণ, পানির নিচে টয়লেট। বাচ্চাদের নিয়ে আতঙ্কে আছেন। তারা চোখের পলকেই পানির মধ্যে নেমে যায়। দরজার সামনে পানি, তাই ছোট ছোট সাপ ও অন্যান্য পোকামাকড়ের ভয়ে রাতে ঘুমাতে পারেন না।

রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল রানা বলেন, নিচু জায়গায় ঘর। এ কারণে ভোগান্তি বেশি। পরিবারগুলোর দুর্ভোগের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দীন ভূঁইয়া জনি বলেন, পানি সরানোর জন্য নালার প্রয়োজন। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। এখানে চারটি গভীর নলকূপ স্থাপন করার জন্য দরপত্র হয়েছে। ঠিকাদার এখনো কাজ শুরু করেননি। জলাবদ্ধতা নিরসনেও পদক্ষেপ নেওয়া হবে।