রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন

রংপুর নগরের মডার্নমোড় এলাকায় তুলা গবেষণা কেন্দ্রের গুদামে গতকাল রাতে আগুন লাগেছবি: প্রথম আলো

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন লেগে বেশ কিছু গবেষণা ও বীজ উৎপাদনের তুলার বস্তা পুড়ে গেছে। সেই সঙ্গে পুরোনো ভবনের দেয়াল বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে শহরের মডার্ন মোড় এলাকায় তুলা গবেষণা কেন্দ্রে আগুনে তুলা পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তুলা উন্নয়ন বোর্ডের দোতলায় গুদামঘর ছিল। কীভাবে আগুনের সূত্রপাত, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

তুলা গবেষণা কেন্দ্র সূত্র জানায়, রাত ১০টার দিকে হঠাৎ গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তুলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল আমিন প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই কক্ষে যেসব তুলার বস্তা ছিল, এসব তুলা বীজ উৎপাদন ও গবেষণার জন্য রাখা ছিল। তুলার বস্তা ছাড়া ওই কক্ষে থাকা কিছু পুরোনো কাগজপত্র পুড়ে গেছে। ভবনের অন্য কক্ষের কোনো ক্ষতি হয়নি।