ইলিশ আর খাওয়া হলো না ব্যবসায়ীর

সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সেলিম পাটোয়ারী
ছবি: সংগৃহীত

অনেক দিন ধরে পদ্মার তাজা ইলিশ খাওয়ার ইচ্ছা হচ্ছিল ব্যবসায়ী সেলিম পাটোয়ারীর (৫৭)। কিন্তু ব্যস্ততার কারণে সুযোগ করে উঠতে পারছিলেন না। আজ বৃহস্পতিবার সেই সুযোগ হয়েছিল তাঁর। তাই ছেলেকে সঙ্গে নিয়ে ইলিশ কিনতে মোটরসাইকেলে চাঁদপুর শহরের দিকে রওনা দিয়েছিলেন।

কিন্তু চাঁদপুর শহরে গিয়ে তাঁর আর ইলিশ কেনা হয়নি। এর আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। আর তাঁর ছেলে আহত হন। আজ বেলা ১১টায় মতলব-চাঁদপুর সড়কের রালদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া সেলিম পাটোয়ারীর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামে। এই দুর্ঘটনায় আহত তাঁর ছেলের নাম ইব্রাহিম (২০)। তাঁকেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, সেলিম পাটোয়ারী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন। আজ সকালে ইলিশ কেনার জন্য ছেলেকে নিয়ে চাঁদপুরে যাচ্ছিলেন তিনি। কিন্তু চাঁদপুর-মতলব সড়কের রালদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁদের মোটরসাইকেলটি উল্টে রাস্তায় পড়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি ও তাঁর ছেলে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সেলিম এ সময় পাটোয়ারীকে মৃত ঘোষণা করেন।

সেলিম পাটোয়ারীর ভাতিজা মোজাম্মেল হোসেন বলেন, তাঁর চাচা ইলিশ খেতে খুব পছন্দ করতেন। পদ্মার ইলিশ কিনতে বাড়ি থেকে তিনি চাঁদপুর শহরে মাছঘাটের দিকে যাচ্ছিলেন। কিন্তু ওই ইলিশ আর খাওয়া হলো না তাঁর। মারা গেলেন পথেই। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, তাঁর চাচাতো ভাই ইব্রাহিমের (২০) অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর মাথা, পা, বুকসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে।

মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সালেহ আহম্মেদ মোটরসাইকেল দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধে ওই ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।