মাদকের প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, কুষ্টিয়ার গোটা প্রশাসনকে চেঞ্জ করা দরকার: মাহবুব উল আলম

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মাহবুব উল আলম। বুধবার দুপুরে কুষ্টিয়া শহরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ায় এক থেকে দেড় বছর ধরে প্রশাসনের মধ্যে মারাত্মক শৈথিল্য দেখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। আজ বুধবার দুপুরে কুষ্টিয়া শহরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ নামে একটি সংগঠনের প্রবীণ বন্ধু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উল আলম বলেন, ‘প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না বা করছে না। ফলে মাদকের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এটা আমার কাছে তথ্য আছে। এ কারণে আমি গোটা প্রশাসনকে চেঞ্জ (পরিবর্তন) করার কথা বলেছি।’

সমাবেশে উপস্থিত কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে দেখিয়ে আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম বলেন, ‘যদিও এখানে থানার ওসি আছেন। তিনি সৎ ও ভালো মানুষ। পরহেজগার মানুষ। তিনি ভালো কাজ করতে চান। কিন্তু কেন পারেন না, তা তিনিই ভালো জানেন।’

কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ওসির উদ্দেশে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘কিশোর গ্যাং শব্দটা আজ থেকে যেন না শুনি। আজ থেকেই অ্যাকশন শুরু হবে। যারা কিশোর গ্যাংয়ে আছে, বখাটেপনা করে, তাদের সোজা ধরে লকআপে (হাজতে) ঢোকাতে হবে। কারও সুপারিশ এখানে প্রয়োজন নেই। আর যে সুপারিশ করতে আসবে, তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। এটা (কিশোর গ্যাং) বন্ধ হবে না, তা হতে পারে না।’

প্রশাসন যদি সক্রিয় হয়, তাহলে অবশ্যই চুরি-ছিনতাই, মাদক সবই বন্ধ হবে বলে উল্লেখ করে সংসদ সদস্য মাহবুব উল আলম বলেন, ‘আমার দুর্ভাগ্য, আমি এখানে প্রশাসনকে এত সাপোর্ট দেওয়ার পরও সেই প্রশাসন নির্জীব টাইপের হয়ে যাচ্ছে। এটার ব্যবস্থা হচ্ছে। আমি আশা করি, তিন-চার মাসের মধ্যে এর সুফল পাবেন।’

বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কুষ্টিয়ার সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে দুই শতাধিক প্রবীণ নারী-পুরুষ অংশ নেন।