ইসলামী আন্দোলনের প্রথম টার্গেট হলো জোটবদ্ধ নির্বাচন করা: মুফতি ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘আমাদের প্রথম টার্গেট (লক্ষ্য) হলো জোটবদ্ধ আন্দোলন করা, জোটবদ্ধ নির্বাচন করা। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয় নাই। আমাদের দাবিদাওয়ার জন্য কিছু আন্দোলন করতে হতে পারে। এরপর ইনশাআল্লাহ নির্বাচন করব। আশা করি, সেটা জোটবদ্ধ নির্বাচন হলে ভালো হয়, যদি না পারি তাহলে একক সিদ্ধান্ত আমরা নেব সেটা পরবর্তীতে।’
বুধবার বিকেলে বরগুনার বেতাগী পৌর অডিটরিয়াম মাঠে আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন বেতাগী উপজেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘ভেবেছিলাম এবার জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, বৈষম্য থাকবে না। ব্যবসায়ীরা ব্যবসা করবে নিরাপদে, কেউ চাঁদা দাবি করবে না। একজন বিচারক কারও দিকে দৃষ্টি করে রায় লিখবে না। নিজের যোগ্যতা ও আইন অনুযায়ী রায় লিখবে। মানুষ রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারবে। যেখানে থাকবে না জুলুম, দুর্নীতি। সমস্ত মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে। আশা নিয়ে আন্দোলন করেছিলাম। তবে ৫ আগস্টের পরে আবারও দখলদার, চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও অনাচার–অবিচার। আবার ঢাকা ভার্সিটিতে নির্বিচার হত্যা। এগুলো দেখার জন্য অন্দোলন করিনি।’
ফয়জুল করীম বলেন, ‘আমাদের আন্দোলন সফল হয়নি। আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি। দল ও নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি।’
ইসলামী আন্দোলন বেতাগী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম ইসলাম।