রাজবাড়ীতে ছাত্রদলের কর্মসূচিতে আসা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

রাজবাড়ী জেলার মানচিত্র

রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রদলের কর্মসূচিতে আসা নেতা-কর্মীদের ওপর যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড ও থানার মোড়ে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলায় ছাত্রদলের ১৬ নেতা-কর্মী আহত হয়েছেন। পাংশা উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আনন্দমিছিলের আয়োজন করেছিল ছাত্রদল।

আহত নেতা-কর্মীরা হলেন ছাত্রদল নেতা খাইরুল ইসলাম, ইমরান বিশ্বাস, এনামুল, মো. আলিফ, সবুজ, সজিব, রনি, রিপন, রিয়াজ, মেহেদী, সোহাগ, নুর, যুবদল নেতা শরিফুল ইসলাম, জহুরুল সরদার, মিন্টু, হাসান প্রমুখ। তাঁরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহম্মেদ ওরফে রুবেল বলেন, কয়েক দিন আগে তাঁদের উপজেলায় ছাত্রদলের তিনটি কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে তাঁদের কার্যালয় থেকে আনন্দমিছিল বের করার কথা ছিল। থানার মোড়ে তাঁদের দলীয় কার্যালয়। বিভিন্ন এলাকা থেকে কার্যালয়ে নেতা-কর্মীরা আসতে শুরু করেন। ইউনিয়নগুলো থেকে সাধারণত মৈশালা বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড ও থানার মোড় হয়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে আসেন। শহরের প্রবেশপথগুলো দিয়ে আসা ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়। একটি ইজিবাইক ভাঙচুর করা হয়। এত কিছুর পরও তাঁদের কার্যালয়ে কিছু নেতা-কর্মী জড়ো হয়েছিলেন। কিন্তু পুলিশ প্রবেশপথ অবরুদ্ধ করে রাখায় তাঁরা মিছিল করতে পারেননি।

শামীম আহম্মেদ অভিযোগ করেন, যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস এবং ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীদুল ইসলাম ওরফে মারুফের নেতৃত্বে এসব হামলা করা হয়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা, লোহার রড ও পাইপ ছিল।

তবে অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা জালাল বিশ্বাস প্রথম আলোকে বলেন, ছাত্রদলের নেতৃত্বে শহরে কোনো মিছিল হয়নি। সুতরাং মিছিলে হামলা করার অভিযোগ সঠিক নয়। এসব অভিযোগের কোনো বাস্তবতা নেই।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বেলা তিনটায় অনুষ্ঠানের অনুমতি নিয়েছিল। কিন্তু ছাত্রদলের নেতা-কর্মীরা কর্মসূচির সময় এগিয়ে নেন। তাঁরা কার্যালয়ে দোয়া অনুষ্ঠান করেছে। বাইরে কোনো মিছিল করেননি। সুন্দরভাবে তাঁদের কর্মসূচি পালিত হয়েছে। অবরুদ্ধ করে রাখার বিষয়ে বলেন, ‘সবকিছু উজাড় করে দিলেও কেউ যদি বলে কিছুই দেওয়া হয়নি, তাহলে আমাদের কী করার আছে!’

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘বালিয়াকান্দিতে ছাত্রদলের মিছিলে হামলা হয়েছে। পাংশাতে আরও নগ্নভাবে হামলা করা হলো। এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’