মালয়েশিয়ায় পাহাড়ধসে বাংলাদেশি যুবকের মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

মালয়েশিয়ায় পাহাড়ধসে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. হেলাল উদ্দিন (২৭)। তিনি বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের গুইল্যাখালী এলাকার ছৈয়দুল হকের ছেলে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির চাচাতো ভাই মো. ইলিয়াছ বলেন, মালয়েশিয়ার বেন্টং এলাকায় নির্মাণশ্রমিকের কাজ করতেন হেলাল। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি নালায় কাজ করার সময় তিনি পাহাড়ধসে আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

হেলাল গত ফেব্রুয়ারিতে দেশে এসে বিয়ে করেন। এরপর গত ৭ জুন মালয়েশিয়া চলে যান বলেও জানান মো. ইলিয়াছ।

মো. হেলাল উদ্দিনের মামাতো বোন জয়নাব বেগম প্রথম আলোকে বলেন, হেলালের মা-বাবা বেঁচে নেই। তাঁরা চার বোন দুই ভাই। হেলালের ভাইও প্রবাসী। তিনি ওমানে থাকেন।

শেখেরখীল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিন বলেন, হেলাল উদ্দিনের লাশ দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে।