বাগেরহাটে পৃথক এলাকায় দুটি মরদেহ উদ্ধার
বাগেরহাটে পৃথক এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সদর উপজেলার মগরা এলাকার একটি পুকুর থেকে হোসেন আলী শেখ (৮৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে গতকাল শনিবার রাতে সদর উপজেলার মশিদপুর গ্রামের একটি পুকুর থেকে রাফসান শেখ (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। বাগেরহাট জেলা হাসপাতালে নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহত হোসেন আলী শেখ মগরা গ্রামের মৃত উকিল উদ্দিন শেখের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আর নিহত রাফসান শেখ মশিদপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনিও শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুটি মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।