লালমাইয়ে টিলার জায়গায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর এলাকায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটির নাম বিল্লাল হোসেন (৯) ও ইমাম হোসেন (৯)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিল্লালের বাবার চোখের সামনেই এ ঘটনা ঘটে। কয়েক বছর আগে পুকুরের জায়গাটিতে টিলা ছিল বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।

নিহত শিশু দুটি মধ্যম বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বিল্লাল হোসেনের বাবার নাম রোশন আলী, আর ইমাম হোসেনের বাবার নাম মনির হোসেন। শিশু দুটি পাশাপাশি বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়পুর ইউনিয়নের মধ্যম বিজয়পুর এলাকায় একটি টিলা ছিল। কয়েক বছর ধরে আক্তার হোসেন নামের একজন ব্যক্তি টিলা কেটে মাটি বিক্রি করেন। এরপর মাছ চাষের জন্য সেখানে পুকুর করেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রোশন আলী তাঁর ছেলে বিল্লাল ও পাশের বাড়ির ইমাম হোসেনকে নিয়ে সেখানে মাছ ধরতে যান।

ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় ব্যক্তিরা জানান, মাছ ধরার জন্য পুকুরের এক পাড়ে জাল ফেলছিলেন রোশন আলী। অন্য পাড়ে দাঁড়িয়ে ছিল বিল্লাল ও ইমাম। একপর্যায়ে তারা পুকুরের মধ্যে পড়ে যায়। এটা দেখে রোশন আলী চিত্কার করতে থাকেন। তিনি সাঁতার জানেন না। এ সময় রোশন আলী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এক শিশু বিষয়টি টের পেয়ে গ্রামের কয়েকজনকে ডেকে আনেন। এরপর এলাকাবাসী পুকুরে নেমে বেলা একটার দিকে একজনকে এবং পরে ফায়ারসার্ভিস এসে আরেকজনকে উদ্ধার করে। তাদের হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

ইমাম হোসেনের বাবা মনির হোসেন বলেন, পুকুরের জায়গাটিতে একসময় টিলা ছিল। টিলা কাটার পর এখানে পুকুর হয়। কয়েক দিনের বৃষ্টিতে পুকুর ও এর আশপাশে পানি জমে যায়। সেখানে বিল্লাল ও ইমাম হোসেনকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন রোশন আলী।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, দুই ছেলে পুকুরের পানিতে পড়ে মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।