কুড়ালের আঘাতে ভাবির মৃত্যু, দেবর আটক
ময়মনসিংহের হালুয়াঘাটে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলার জুগলি ইউনিয়নের ঘোষবেড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন (৫৫) ওই এলাকার জামাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামালের ছোট ভাই আজহারুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ৯টার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক।
থানা–পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি জামাল উদ্দিনের পরিবারের সঙ্গে তাঁর ছোট ভাই আজহারুলের পরিবারের মধ্যে বিদ্যুৎ ও ডিশ সংযোগ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে গতকাল বিকেলে রহিমার সঙ্গে আজহারুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আজহারুল কুড়াল দিয়ে কুপিয়ে রহিমার হাত ভেঙে দেন। পরে মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই রক্তক্ষরণে রহিমার মৃত্যু হয়। এ সময় কয়েকজন আজাহারুলকে আটক করেন। পরে ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেল) সাগর সরকার ও হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।